আর জনস্বার্থ মামলার শুনানি প্রধান বিচারপতির এজলাসে নয়! দেখবে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন,
এবার নজিরবিহীন পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।জনস্বার্থ মামলা আর শুনবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের পর থেকে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলার শুনানি হবে না প্রধান বিচারপতির এজলাসে।নতুন করে দায়ের হওয়া জনস্বার্থ মামলাও শুনবেন না তিনি। তার পরিবর্তে কোন বিচারপতির এজলাসে এই সব জনস্বার্থ মামলার শুনানি হবে, তা-ও জানানো হয়েছে।নুতন জনস্বার্থ মামলা শুনবে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। একাংশ আইনজীবীরা জানাচ্ছেন , -‘কলকাতা হাইকোর্টের ইতিহাসে এমন ঘটনা বেনজির!’ কলকাতা হাইকোর্ট সূত্রে প্রকাশ , -‘ প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলার শুনানি হবে না, এটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। কোন মামলার শুনানি কোন বিচারপতির বেঞ্চে হবে, তা ঠিক করে থাকেন প্রধান বিচারপতিই। মামলার এবং বিচারপতিদের ‘রস্টার’ ঠিক করার দায়িত্ব তাঁরই’। এবার জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। ওই সব জনস্বার্থ মামলার শুনানির জন্য পাঠানো হয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।হাইকোর্টের আইনজীবীদের একাংশ মনে করছেন, -‘ জনস্বার্থ মামলার শুনানি সাধারণত প্রধান বিচারপতির এজলাসেই হয়। যদি প্রধান বিচারপতি না থাকেন, তখনই অন্য বিচারপতিদের এজলাসে শুনানি হয়ে থাকে। তবে এবার থেকে প্রধান বিচারপতি আর জনস্বার্থ মামলা শুনবেন না। এমন উদাহরণ কলকাতা হাই কোর্টে ইতিহাসে খুব কম। তবে জনস্বার্থ মামলা যে প্রধান বিচারপতিকেই শুনতে হবে, তার কোনও নিয়ম নেই। তবে কলকাতা হাইকোর্টের ঐতিহ্য অনুযায়ী এত দিন প্রধান বিচারপতি সাধারণত জনস্বার্থ মামলা শুনে থাকতেন।জনস্বার্থ মামলা ছাড়াও পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার অভিযোগে দায়ের হওয়া সব মামলাও ছেড়ে দিল প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পুলিশ সংক্রান্ত ওই সব মামলাও অন্য বেঞ্চে পাঠালেন প্রধান বিচারপতি। এবার থেকে ওই সব মামলা শুনবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। পুলিশ সংক্রান্ত মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পরিবর্তে চ্যালেঞ্জ করতে হবে বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। ২০২৩ সালের পর থেকে পুলিশ সংক্রান্ত সব মামলা শুনবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ।