Spread the love

আর্থিক অনিয়মের  অভিযোগে আদালত অবমাননা পূর্ব বর্ধমান জেলাশাসকের বিরুদ্ধে, 

মুকুল বিশ্বাস

শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে আর্থিক অনিয়মের  অভিযোগে পূর্ব বর্ধমানের জেলাশাসকের বিরুদ্ধে রুল জারি করলো আদালত । অভিযোগ, পূর্ব বর্ধমানের জেলাশাসক এক ব্যবসায়ীর কাছ থেকে বালি খাদান লিজ দেবার নামে অগ্রিম এক কোটি টাকারও বেশি টাকা নিয়েছেন।এখনো তিনি সে টাকা ফেরত দেননি। এ কারণে এবার তাঁর বিরুদ্ধে রুল জারি করা হল কলকাতা হাইকোর্টের তরফে। এই জেলাশাসক ছাড়াও রুল জারি করা হয়েছে লোগো কমার্স ইন্ডাস্ট্রির প্রধান সচিবের বিরুদ্ধেও। তাঁদের বিরুদ্ধে রুল জারি করেছেন বিচারপতির রাজ শেখর মান্থার। বালি খাদানের লিজ বাবদ নেওয়া অর্থ ফেরত না দেওয়ায় এবার পূর্ব বর্ধমানের  জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। রুল জারি হয়েছে লোগো কমার্স ইন্ডাস্ট্রির প্রধান সচিবের বিরুদ্ধেও।এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি অভিযুক্তদের তরফে। জানা গেছে, দামোদরের চর ও সংলগ্ন এলাকায় বালি খাদান লিজ দেওয়ার জন্য গত ২০২০ সালে টেন্ডার বিজ্ঞপ্তি জারি করেছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। সেখানে সর্বোচ্চ দরপত্র দিয়ে দু’টি খাদানের লিজ পান জেলার এক ব্যবসায়ী। বিজ্ঞপ্তিতে শর্ত ছিল লিজ চুক্তি হওয়ার শুরুতেই এক তৃতীয়াংশ টাকা অগ্রিম দিতে হবে‌। সেই মতো দুটি খাদানের লিজ বাবদ ১ কোটি ১৪ লক্ষ টাকা জেলাশাসকের দফতরে জমা রাখেন ওই ব্যবসায়ী।তবে  খাদান থেকে বালি তোলার জন্য পরবর্তী সময়ে পরিবেশ দফতরের ছাড়পত্র নিতে গেলে তিনি দেখেন ওই এলাকায় বালি তোলার ক্ষেত্রে গ্রিন ট্রাইবুনালের নিষেধাজ্ঞা রয়েছে।ওই ব্যবসায়ী জেলাশাসকের কাছে গেলে জেলাশাসক নাকি জানান  , -‘ এটা তাঁর হাতে নেই। পরিবেশ দফতর থেকে ছাড়পত্র নিতে হবে’। একাধিকবার আবেদন করেও পরিবেশ আদালতের নির্দেশের কারণে তিনি পরিবেশগত ছাড়পত্র পাননি। এরপর টাকা ফেরত পাওয়ার জন্য জেলাশাসক ও লোগো কমার্স ইন্ডাস্ট্রির প্রধান সচিবের দ্বারস্থ হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।টাকা না পেয়ে ওই ব্যবসায়ী সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে বিষয়টি বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠলে বিচারপতি মান্থার  ছয় সপ্তাহের মধ্যে ওই ব্যবসায়ীকে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। অভিযোগ, কলকাতা হাইকোর্টের  নির্দেশ মানা হয়নি। এরপর ওই ব্যবসায়ী ফের আদালত অবমাননার মামলা দায়ের করেন। শুক্রবার এই মামলার শুনানি শেষে আদালতের নির্দেশ না মানার জন্য পূর্ব বর্ধমানের জেলাশাসক ও লোগো কমার্স ইন্ডাস্ট্রির প্রধান সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *