Spread the love

আরজি কর – প্রতিবাদে বিশেষ চাহিদা সম্পন্নরা

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল:-

   
গত ৯ ই আগস্ট রাজ্যের অন্যতম 'এলিট' হাসপাতাল আরজি করে ঘটে গ্যাছে এক মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষিতা ও খুন হয়েছেন তরুণী পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা। এই নৃশংস ঘটনার প্রতিবাদে ও  ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। এমনকি অন্য রাজ্যের পাশাপাশি প্রবাসী ভারতীয়রা  প্রতিবাদ মিছিলে সামিল হয়। সবার একটাই দাবি 'উই ওয়াণ্ট জাস্টিস'। 

 এবার আরজি কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে ও অপরাধীদের শাস্তির দাবিতে ১৫ ই সেপ্টেম্বরের সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে পথে নামল আসানসোলের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা। হাতে প্ল্যাকার্ড ও মোমবাতি জ্বালিয়ে তারা বিএনআর মোড়ে নীরব প্রতিবাদে সামিল হয়। তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে ইঙ্গিতেই তারা    বুঝিয়ে দেয় 'উই ওয়ান্ট জাস্টিস'। ছুটির দিনে তাদের এই প্রতিবাদ দেখে হতভম্ব হয়ে যায় পথচলতি সাধারণ মানুষ। অনেকেই তাদের সঙ্গে সামিল হয়।

  আসানসোলের বিশিষ্ট মনোবিদ তানেয়া মুখার্জ্জী বললেন, নীরব প্রতিবাদ অনেক সময় সরব প্রতিবাদের থেকেও সমাজের উপর বেশি প্রভাব ফেলে। তবে একজন বা দু'জনকে শাস্তি দিলেই সমাজ শুধরে যাবেনা। এরজন্য প্রত্যেককে সচেতন হতেই হবে। তবেই সমাজের পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *