Spread the love

 আরজিকর হাসপাতালে ভাঙচুর ঘটনায় ৮৮ জনের অন্তবর্তী জামিন মঞ্জুর করলো শিয়ালদহ আদালত

মোল্লা জসিমউদ্দিন  

সোমবার শিয়ালদহ আদালতে আরজি কর হাসপাতালে ১৪ অগাস্ট রাতে ভাঙচুর ঘটনায় সকল অভিযুক্তের অন্তবর্তীকালীন জামিন হলো । মোট ৮৮ জনের জামিন হল এদিন। টালা, শ্যামপুর, উল্টোডাঙা- মোট তিনটে থানায় মামলা হয়। সবারই অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর হল এদিন। অন্যদিকে, আরজি কর মামলায় এদিন চার্জশিট পেশ করেছে সিবিআই বলে জানা গেছে ।আরজি কর মামলায় প্রথম চার্জশিট সিবিআই-এর। ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ। চার্জশিটে ‘গণধর্ষণ তত্ত্ব’ খারিজ করে দিয়েছে সিবিআই বলে জানা গেছে ।গণধর্ষণ নয়। আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত একজন-ই, সঞ্জয় রায়। এই মর্মেই আরজি কর-কাণ্ডে আজ সিবিআই চার্জশিট পেশ করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। শিয়ালদহ আদালতে এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ৯ অগাস্ট আরজি করের সেমিনার রুমে উদ্ধার হয় ট্রেইনি ডাক্তারের অর্ধনগ্ন দেহ। এই ঘটনায় সারা দেশে তোলপাড় পড়ে যায়। এমনকি বিদেশেও প্রতিবাদের ঝড় ওঠে। দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই ট্রেনি  ডাক্তারকে ধর্ষণ-খুনের ঘটনায় কলকাতা পুলিসে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিস। এরপর হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। এবার ঘটনার প্রায় ২ মাসের মাথায়, ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই।গত ১৪ আগস্ট  ঘটনায় ভেঙে তছনছ হয়ে যায় হাসপাতাল। জখম হন আন্দোলনরত চিকিৎসক ওএই ঘটনায় ভেঙে তছনছ হয়ে যায় হাসপাতাল। জখম হন আন্দোলনরত চিকিৎসক ও পুলিশকর্মীরা। জরুরি বিভাগ, ওষুধের স্টোররুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানায় তিনটি মামলা রুজু হয়েছিল। গ্রেপ্তার হয়েছিলেন অনেকে। ইতিমধ্যে মোট ৮৮ জন অন্তর্বর্তী জামিন পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *