আরজিকর দুর্নীতি মামলায় ৩০ জুন চার্জ গঠন?
মোল্লা জসিমউদ্দিন,
প্রতীক্ষার অবসান। আগামী ৩০ জুন আরজিকর দুর্নীতি মামলায় চার্জগঠনের সম্ভাবনা রয়েছে। জানা গেছে , আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, হাউস স্টাফ আশিস পাণ্ডে, দুই ঠিকাদার তথা ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ ও আবসর আলির বিরুদ্ধে চার্জগঠন হবে। আরও খবর আগামী ৩০ জুন সন্দীপ-সহ ৫ জন অভিযুক্তকেই আলিপুরের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গতবছর আগস্টে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। সেই সময়ই প্রকাশ্যে আসে আর জি করের আর্থিক দুর্নীতির বিষয়টা। তদন্তের পর সেই সামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। যদিও বর্তমানে তাঁরা জামিনে মুক্ত। অভিযুক্তদের আইনজীবী প্রশ্ন তোলেন, – তদন্ত শেষ না হলে কি ভাবে চার্জগঠন হবে?’ দুপক্ষের সওয়াল জবাবের পর আলিপুর আদালত ১ লা সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। এদিকে ৩০ জুন অভিযুক্তদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিনই চার্জগঠনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।