আরজিকর ঘটনার জেরে বিভিন্ন স্তরের আন্দোলন অব্যাহত, রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যে রাজনীতি উত্তাল।প্রতিদিন এনিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন সহ নানান স্তরের মানুষের আন্দোলন অব্যাহত।সেরূপ বুধবার রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন এর শিক্ষক শিক্ষিকারা বিকেল পাঁচটায় একটি মৌন মিছিল করেন। শিক্ষক-শিক্ষিকারা জানান তাদের দাবি অনেক ছেলে-মেয়ে ভালো পড়াশোনা করে বিভিন্ন সংস্থায় আরো উচ্চতর পড়াশোনার জন্য যাচ্ছেন। সেখানে যেন তাদের কোনরকম ক্ষতি না হয় এরকম ধরনের ঘটনা না ঘটে তার জন্য সরকারকে দৃষ্টিপাত করতে বলা হয়েছে। আর জি কর কাণ্ডের দোষীদের কঠোরতম শাস্তির দাবিও করেন শিক্ষক শিক্ষিকারা।অন্যদিকে একই দাবিতে রামপুরহাট বার এসোসিয়েশনের পক্ষ থেকেও মিছিল করা হয়। আইনজীবীরা নিজেদের ড্রেস পরেই মিছিলে অংশগ্রহণ করেন। গোটা রামপুরহাট শহর পরিক্রমা করার পর রামপুরহাট পাঁচমাথা মোড়ে জমায়েত হন। তাদেরও একই বক্তব্য-“উই ওয়ান্ট জাস্টিস” ।আরজিকর কাণ্ডে ছোট বড় সমাজের যেকোনো ধরনের মানুষ পথে নেমেছে। তার পাশাপাশি রামপুরহাট মহকুমা আদালতের উকিল রাও আজ পথে নামলেন “উই ওয়ান্ট জাস্টিস”- এই ব্যানার নিয়ে। উল্লেখ্য গতকাল অর্থাৎ মঙ্গলবার ল ক্লার্কের পশ্চিমবঙ্গ সংগঠনের রামপুরহাট শাখা তারাও আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমে প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায়।

Leave a Reply