আরজিকর কান্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলায় ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের নথি না আসায় স্থগিত শুনানি
মোল্লা জসিমউদ্দিন,
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠে আরজিকর কান্ডে দোষী সঞ্জয়ের ফাঁসি চেয়ে সিবিআইয়ের দাখিল মামলাটি।আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আরজিকর কান্ডের সব নথি হাইকোর্টে এসে না পৌঁছনোয় শুনানি আপাতত স্থগিত রাখা হয়েছে।নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দোষীর ফাঁসির আবেদন জানিয়েছে সিবিআই।সিবিআই-এর আবেদন করে জানিয়েছে , -‘আরজিকর ঘটনায় দোষী সঞ্জয় যাবজ্জীবনের সাজা বদলে ফাঁসির আদেশ দিক কলকাতা হাইকোর্ট’। সিবিআইয়ের আবেদনের গ্রহণযোগ্যতায় মান্যতা দিয়ে এই মামলা হাতে নিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।মঙ্গলবার সেইমত মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়ে আদালতে নথি না আসায় মামলা স্থগিত করে দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদহ আদালত। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনা বিরল থেকে বিরলতম নয় বলে মন্তব্য করে ফাঁসির সাজা দেয়নি নিম্ন আদালত। তারপরেই সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজ্যের পাশাপাশি কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে সিবিআই।আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্যবাসী । আন্দোলন শুধু দেশের মাটিতেই নয়, ছড়িয়ে পড়েছিল বিশ্বে। ন্যায়বিচারের দাবিতে পথে নামেন জুনিয়ার ডাক্তার সহ সাধারণ মানুষ। সবার দাবি ছিল, তরুণী চিকিৎসকের এই পরিণতির জন্য যে বা যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি হোক। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। এই ঘটনায় সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। এই মামলায় সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনানো হয়। তবে সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে সিবিআই।