Spread the love

আরজিকর কান্ডে প্রতিবাদে জঙ্গলমহলের গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা

। সাধন মন্ডল বাঁকুড়া:——–সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা বিশ্বজুড়ে দোষীদের কঠিনতম শাস্তির দাবি জানানো হয়েছে। উত্তাল হয়েছে রাজ্যসহ সারাদেশ। সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা দোষীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। আন্দোলনের ঝড় সারা বিশ্ব জুড়ে ।পিছিয়ে নেই জঙ্গলমহলও, কয়েকদিন ধরেই জঙ্গলমহল জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিবাদে মুখর হয়েছেন।আজ বুধবার হাজার কন্ঠে প্রতিবাদে মুখর হল রাইপুর বাজার। সকাল সাড়ে ১১ টা নাগাদ গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রায় ১২০০ছাত্রী ও শিক্ষিকা বৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল করে রাইপুর থানা গোড়া, সবুজ বাজার, এসবিআই মোড়, মাস্টার কলোনি ঘুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। সকলের মুখে একটাই দাবি জাস্টিস ফর আরজিকর। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জী বলেন এই ধরনের বর্বরোচিত কাজ যারা করে তারা কাপুরুষ, তারা পুরুষ জাতির কলঙ্ক এই ঘটনায় দোষীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু আরজি কর নয় যেখানেই মেয়েদের প্রতি অসম্মান হবে আমরা তার প্রতিবাদ জানাবো।দেশের প্রতিটি মহিলার সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। পুরুষরা জানে না যে কোন না কোন মহিলার গর্ভে তার জন্ম হয়েছে তাই মায়ের অসম্মান তাদের ক্ষমা করবে না। আজকে বিদ্যালয়ের ছাত্রীদের সাথে এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন বেশ কিছু মহিলা মিছিলে পা মেলান ও আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি জানান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *