আরজিকর কান্ডে ‘দোষী’ সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে তদন্তকারী সংস্থা সিবিআইও, সোমে শুনানি

মোল্লা জসিমউদ্দিন ,

এবার রাজ্যের সাথে ‘সহমত’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই! আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডের মামলায় ‘দোষী’ সঞ্জয় রায়ের আমৃত্যু কারদণ্ডের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তার ২৪ ঘন্টার মধ্যেই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবার রাজ্যের পর সিবিআইও সেই একই পথেই হাঁটল। আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আবেদন নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।জানা গিয়েছে আগামী সোমবার সেই মামলার শুনানি হবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ।দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এবার সিবিআইও এই বিষয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে রাজ্যের তরফে আবেদন করা মামলার সঙ্গেই সিবিআই -এর মামলা যুক্ত করা হয়েছে। আগামী সোমবার একইসঙ্গে দুই মামলার শুনানি হবে। আরজি কর তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় অপরাধী সিভিককে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণার সময় বিচারক জানিয়েছেন , -‘আরজি করের ঘটনাকে ‘বিরল থেকে বিরলতম অপরাধ’ বলে মনে করছেন না। তাই আমৃত্যু কারাদণ্ড দেওয়া হচ্ছে সঞ্জয়কে’। প্রসঙ্গত দোষী সঞ্জয়ের ফাঁসিই চেয়েছিলেন অনেকেই। বিচারক অনির্বাণ দাসের রায় ঘোষণার পরেই সে কথা প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁরা। সঞ্জয়ই একা দোষী নয় দাবি করে বাকিদেরও শাস্তি চেয়েছিলেন নির্যাতিতার পরিবার। বিচারক সঞ্জয়কে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।আরজি কর কাণ্ডে শিয়ালদহ আদালতের তরফ থেকে গত শনিবার একমাত্র দোষী সাব্যস্ত করা হয় সিভিক ভলান্টিয়ার ধৃত সঞ্জয় রায়কে। আর তারপরেই এই সপ্তাহের সোমবার শিয়ালদহ আদালতের তরফ থেকে তাকে দেওয়া হয় সর্বোচ্চ সাজা আমৃত্যু কারাবাস। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সহ নির্যাতিতার বাবা মা, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সঞ্জয়ের ফাঁসির দাবি করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে শিয়ালদহ আদালতে আরজিকরের ঘটনাকে ‘ বিরলের চেয়ে বিরলতম ‘ বলে মন্তব্য করা হয়। কিন্তু শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি মন্তব্য করেন ‘ এরচেয়েও বিরলতম ঘটনার সাক্ষী থেকেছে দেশ ‘ শুক্রবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের করল সিবিআই। হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, -‘এই মামলার শুনানি হবে আগামী সোমবার’। সিবিআইয়ের দায়ের করা এই মামলায় দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি দেবাংশু বসাকের।উল্লেখ্য, ১৮ জানুয়ারি আরজি কর কান্ডে ধৃত সঞ্জয় রায়কে কেন আমৃত্যু কারাবাস দেওয়া হয়েছে সেই ব্যাখাও আদালতের তরফ থেকে ১৭২ পৃষ্ঠার আদেশনামায় দেওয়া হয়েছে। কিন্তু সিবিআইয়ের স্পষ্ট দাবি এই ঘটনা নৃশংস। কেন তাকে ফাঁসি দেওয়া হবেনা? তবে শুধুমাত্র সিবিআই সঞ্জয়ের ফাঁসির দাবি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে তা কিন্তু নয়, রাজ্যও সঞ্জয়ের ফাঁসির দাবি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়।আগামী সোমবার এই জোড়া মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে।

Leave a Reply