আয়ু
রাসমণি ব্যনার্জী
দেখো চেয়ে দেখো এসেছে দুয়ারে সূর্য মহারাজ
তাকিয়ে দেখছে গোটা পৃথিবীর সকল কিছু কাজ
কেউ যায় চলে ভোরের ট্রেনেই সবজি নিয়ে হাটে
কেউ মাজে থালা কেউ মাজে হাঁড়ি গ্রামের পথে ঘাটে।
প্রজাপতি খেলে আপন খেয়ালে ফুল তাকিয়ে বনে
কারুর বিরহে কাতর কেউ বা কষ্ট পায় মনে।
রোজ হয় ভোর রোজ আসে ভানু এটাই যে নিয়ম
বাঁচো সুখে বাঁচো সকল মানুষ আয়ু যে খুব কম।।