গোপাল দেবনাথ : কলকাতা, ৩১ জানুয়ারি, ২০২৪। ট্যাগলাইন Joy of Sharing, আসুন একসাথে বাঁচি।  বুধবার ৩১শে জানুয়ারি আয়কর দপ্তরের ক্লাবের উদ্যোগে এবং এডমিনিস্ট্রেশনের সক্রিয় সহযোগিতায় এক মহতী উদ্যোগের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রী মনোরঞ্জন পানিগ্রাহী। এইদিন দ্বিপ্রহরে আয়কর এনেক্স বিল্ডিং এর নিচে এই মহতী উদ্যোগটি সুসম্পন্ন হয় । এই উদ্যোগ সম্পর্কে দেবাশীষ সাউ বলেন এই উদ্যোগের মূল লক্ষ হল আপনার বাড়ির অতিরিক্ত সামগ্রী বা স্বল্প পরিধেয় জামাকাপড় যা আপনার কোনো কাজে লাগছে না কিন্তু আপনার দেওয়া জিনিসগুলো অন্যের প্রয়োজন মতো কাজে লাগানো। যারা তাদের ব্যবহৃত সামগ্রী বা জামাকাপড় অথবা অন্যান্য ব্যবহার্য অতিরিক্ত জিনিস দেবেন তাদের দেওয়া জিনিসগুলো সংগ্রহ করে এখানে রাখা থাকবে। সেই জিনিসগুলোর এর মধ্যে যার যেটা প্রয়োজন সেটা তিনি খুশি মনে সংগ্রহ করতে পারবেন । ক্লাবের সকল সদস্যদের ধারাবাহিক অংশগ্রহণ একান্তই প্রয়োজন এই উদ্যোগ কে টিকিয়ে রাখার জন্য। আমরা প্রাথমিক ভাবে এখানে সফল হলে অন্যান্য বাড়িতেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি। তবে সমস্ত সদস্যদের কাছে আমাদের অনুরোধ তাঁরা যেন জামা কাপড় বা অন্য যে কোন সামগ্রী পরিস্কার করে নিয়ে আসেন। আপনারা যদি জামাকাপড় ইস্ত্রি করে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। যেকোনো জিনিস ক্লাবে জমা করার পর সেগুলো সীমিতসংখ্যায় আমরা কাউন্টারে রখবো। যাতে দৈনিক সরবরাহের কোন ব্যঘাত না ঘটে আর কোন একজন যাতে অনেক বেশি জিনিস একবারে নিয়ে যেতে না পারেন। যদিও প্রাথমিক পর্যায়ে সিকিউরিটি গার্ডের পর্যবেক্ষণে তা রাখা থাকবে। কাউন্টার সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে।
এছাড়াও উদ্যোগটি আরও ভালোভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সদস্যদের যেকোনো ধরণের পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। দেবাশীষ বাবু আরো বলেন কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা অভিযান যা গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ছিল বুধবার আজ ৩১ জানুয়ারি শেষদিন। মনোরঞ্জন পানিগ্রাহী বলেন আমি অত্যন্ত খুশি সাধারণ মানুষের কথা ভেবে এই ধরণের উদ্যোগ নেওয়ার জন্য। আশাকরা যায় আমাদের এই উদ্যোগ অন্যান্য সংস্থাও সাদরে গ্রহণ করবে।

Leave a Reply