Spread the love

আমি,
চুমকি চ্যাটার্জ্জী,

নিরালা কোণে একাকী নির্বাসনে লাজুক লজ্জাবতী ঘোমটা পরিহিতা ৷
সহসা ঝড়ের তীব্র বেগে গালপালা খান খান ৷
মনের ছোট্টনীড় খানি ডুবছে গহন অন্ধকারে !
বাঁশের বাঁশিখানি কানে বড় বাজে মাঝে মাঝে …..

শান্ত প্রকৃতি , স্বচ্ছ জীবন তরী বয়ে যেতে চায় অনন্ত পথে ….
নিশ্চিন্ত ঘুম রাত নিঝুম
গ্রাস করেছে চিন্তার বর্ণমালা ৷
সুস্থতার ঘ্রান , জল ঠলঠল অভিমান মরীচিকা প্রেম দিশেহারা …. !!

বিজন কায়ার প্রতিধ্বনি ঘোরে ফেরে ভাসে চারিদিক ৷
বাসি পৃথিবী খোঁজে বারিপাত শুদ্ধ চিত্ত মন ৷
নগ্ন লাস অন্বেষণ করে শুধু লজ্জানিবারণ ৷

হারানো আমিকে খুঁজি শুধু , খুঁজে পাই আত্মাটাকে ৷
বদলে যাওয়া অভিমান গুলো প্রতীক্ষার যাঁতায় পেষে ৷
ভয়ের রাজ্যে ভূতের রাজার , বরের প্রতিশ্রুতি ৷
ধ্বংস লীলায় টুকরো ইঁটে আমার প্রতিচ্ছবি ৷
ডায়েরির ঐ ফাঁকা পৃষ্ঠায় কলমের প্রেমকথা ৷
হয়তো আঁকা আছে সভ্যতার গোপন জমানো ব্যাথা !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *