আবাসনে কঠীন বর্জ্য পুনর্ব্যবহার ব্যাবস্থাপনায় সহযোগিতা করতে চায় জাপান
পারিজাত মোল্লা,
প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জল ফেলে না দিয়ে সেই জল পুনর্ব্যবহার করে দেওয়াল গার্ডেন তৈরি করেছে কলকাতার অভিদিপ্তা ফেজ ওয়ান এইচআইজি হাউসিং। সেই বাগান পরিদর্শন করলেন জাপান থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক ছাত্র-ছাত্রী ও গবেষকরা। তারা বাগান তৈরির দায়িত্বে থাকা যুবকদের সঙ্গে কথা বলেন এবং ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে তারা এই ধরনের পরিবেশ বান্ধব প্রকল্প কিভাবে অন্যান্য আবাসনেও গড়ে তোলা যায় সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।
‘ওয়াক অ্যান্ড টক’ এর মাধ্যমে তারা পুর আবাসনটি ঘুরে দেখেন ও বাগানে ব্যবহৃত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং জলের পুনর্ব্যবহার, অগ্নিনির্বাপন ব্যবস্থা, ইমার্জেন্সি প্রিপারনেস অ্যান্ড রেসপন্স সিস্টেম, কমিউনিটি বিনে ফেলা বর্জ্য সংগ্রহ পদ্ধতি পরিদর্শন করেন। জাপানি
প্রতিনীধিদের আবাসনের বিভিন্ন পরিবেশ বান্ধব প্রকল্প ঘুরিয়ে দেখান
আবাসনের পরিচালন পর্ষদের সদস্য অভিজিৎ ঘোষ, কাঞ্চন দাস গুপ্ত, স্মিতা সিনহা,অরুণিমা দেব।
জাপানী দল হাউজিং কমপ্লেক্সে যুবকদের সাথে যোগাযোগ করে এবং উচ্চ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য নেটওয়ার্ক তৈরি করেন।
জাপানী দলের নেত্রী ও কিয়োটো ইউনিভার্সিটির প্রফেসর মিসুজু আসারি বলেন, তারা জল পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে সমর্থনকারী অন্যান্য ব্যবস্থা দেখে খুবই খুশি। তিনি আশা ব্যক্ত করেন যে, জাপান ও ভারতের মধ্যেও অভিদীপ্তায় যুব বিনিময় কর্মসূচি হতে পারে। ইন্দো-জাপান কোলাবোরেটিভ ডেলিগেশনের নেতা এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার এর সভাপতি অধ্যাপক সাধন কুমার ঘোষ বলেন, জল পুনর্ববহারের মতোই আই এস ডব্লিউ এম এ ডব্লিউ এর উদ্যোগে ইতিমধ্যেই এই আবাসনে কঠীন বর্জ্যের পুনর্ব্যবহার ব্যবস্থাপনার রুপরেখা তৈরি করেছে । যেখানে জাপান সহযোগিতার আশ্বাস দিয়েছে।