সেখ নিজাম আলম,
তালিবানের অধীনে থাকা আফগানিস্তানে গত বৃহস্পতিবার যায় পাকিস্তানের তিনটি বিমান। এই বিমানে আফগানিস্তানে থাকা যাবতীয় তথ্য, কম্পিউটার হার্ড ডিস্ক, ডেটা সেন্সর, অসংখ্য দলিল পাকিস্তানের আফগান রাস্ট্রদূত মনসুর আহমেদের নেতৃত্বে আইএসআই এর হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি।ফেরার পথে তারা নিয়ে গিয়েছে পূর্বতম আফগান সরকারের গোয়েন্দা বিভাগ ‘ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি’ (এনডিএস)-এর ‘বায়োমেট্রিক ডেটা বেস’-সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছে । পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মনসুর আহমেদের তত্ত্বাবধানেই ওই সব ‘ডিজিটাল রেকর্ড’ আইএসআই-কে দিয়েছে তালিবান ।আফগান নাগরিকদের যাবতীয় বায়োমেট্রিক তথ্যের রেকর্ড রাখার জন্য আমেরিকার সেনাবাহিনী সাত হাজারেরও বেশি স্ক্যানার পাঠিয়েছিল আফগানিস্তানে। এগুলির মধ্যে কতগুলি তারা আফগানিস্তানে ফেলে রেখে গিয়েছে তার কোনও তথ্য এখনও জানা যায়নি। তবে কাবুলের পতনের পর হক্কানি নেটওয়ার্কের নেতা নওয়াজউদ্দিন হক্কানি জানিয়েছিলেন, – এই বায়োমেট্রিক ডেটাবেসের পুরোটাই তালিবানের হস্তগত হয়েছে। তাই দেশের কোন কোন নাগরিক আশরফ গনি সরকার বা আমেরিকার সেনাবাহিনীর হয়ে কাজ করেছিলেন, তা জানতে অসুবিধা হবে না।প্রাথমিক ভাবে সেই সব ‘ডিজিটাল রেকর্ড’ এবং ‘বায়োমেট্রিক ডেটাবেস’ বিশ্লেষণ করে গনি ও আমেরিকা অনুগতদের চিহ্নিত করার কাজটি করছিল তালিবানের ‘আল ইশা ইউনিট’। এ বার সেই তথ্যই হস্তগত করল আইএসআই। এর ফলে শুধু আমেরিকা নয়, গত দু’দশকে ভারতের হয়ে কাজ করা আফগান নাগরিকদের অনেককেই চিহ্নিত করার সুযোগ পাবে পাক গুপ্তচর সংস্থা। চলতি সপ্তাহের গোড়ায় কাবুলে এসেছিলেন আইএসআই প্রধান হামিদ ফৈজ। তিনিও ওই আমেরিকা ও গনি সরকারের ওই গোপন তথ্যভাণ্ডার নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন বলে প্রকাশিত রিপোর্টে দাবি।এতে আগামী দিনে পাক গুপ্তচর সংস্থা আফগানিস্তান সহ ভারত ও আমেরিকার নানান তথ্য হাতে পেতে চলেছে, যা মোটেই শুভ নয় ভারতের কাছে।