আন্তর্জাতিক সাহিত্য দিশারী-র সাংস্কৃতিক সন্ধ্যা
নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রথীন্দ্র মঞ্চে সাহিত্যের এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তা দৃষ্টান্ত হয়ে রইল বিভিন্ন জেলা এবং প্রদেশ থেকে আগত কবি সাহিত্যিকদের স্মৃতির মননে। আয়োজক সংস্থা আন্তর্জাতিক সাহিত্য দিশারী। প্রদীপ প্রজ্বলন করেন সাহিত্যিক ডঃ পবিত্র সরকার, প্রাক্তন ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়,পাপিয়া ঘোষাল, সোমনাথ ভদ্র,হিমেন্দু দাস,উত্তম প্রামানিক প্রমুখ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবৃত্তি শিল্পী, সংগীত শিল্পী নৃত্যশিল্পীদের পরিবেশনা ও উপস্থাপনায় বর্ণময় হয়ে উঠেছিল প্রেক্ষাগৃহ। ভারত গৌরব সম্মান, বঙ্গ পথিকৃৎ সম্মান, আন্তর্জাতিক সাহিত্য দিশারী সম্মান,মাতৃভাষা জয়ী কৃতি বাঙালি সম্মাননা প্রদান করা হয়।
“স্মরণে রবি” ও “বরণে রবি” দুটি উৎকৃষ্ট সংকলন প্রকাশিত হয়। সংকলন দুটির মান এতটাই উৎকৃষ্ট যা সাহিত্য মহলে সমাদৃত হয়েছে ।