Spread the love

আন্তর্জাতিক যোগা দিবস পালন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ২১ জুন “আন্তর্জাতিক যোগা দিবস”। এই উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বেচ্ছাসেবী বা ক্লাব কতৃপক্ষের উদ্যোগে ও দিনটি যথাযথ ভাবে পালনের খবর পাওয়া গেছে।জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় “সিউড়ি কালিগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতন” এর পক্ষ থেকে বিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের নিয়ে দিনটি উৎযাপন করা হয়।এখানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জজ আরতি শর্মা রায়, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্না রায়,স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা জামিলা বুলন্দ আক্তার সহ অন্যান্য শিক্ষিকাগন এবং পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।আন্তর্জাতিক যোগা দিবসের তাৎপর্য তুলে ধরেন উপস্থিত অতিথিগন। যোগার উপকারিতা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে।দৈনন্দিন জীবনে যোগার যে গুরুত্ব কতখানি তা বিভিন্ন উপমার মাধ্যমে আলোকপাত করেন।স্থানীয় বিদ্যার্থীদের দিয়ে বিভিন্ন যোগাসন গুলি দেখানো হয়।অনুরূপ এদিন বিকালে যোগা দিবস উৎযাপন করা হয় “সিউড়ি সংশোধনাগারে” । এখানেও উপস্থিত ছিলেন জেলা জজ আরতি শর্মা রায়, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ সুপর্না রায়, সিউড়ি সংশোধনাগারে সুপারেনটেন্ড মহম্মদ গোলাম মোস্তফা,পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।আজকে আন্তর্জাতিক যোগাসন পালন সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সচিব ও জর্জ সুপর্না রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *