আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তির প্রতি শ্রদ্ধা ভাতার থানার পুলিশের

সেখ মিলন (ভাতার, পূর্ব বর্ধমান)
জল ছাড়া যেমন জীবন অচল। তেমনি নারী ছাড়া এই সমাজ ও সভ্যতা অচল। তাই নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ৮ই মার্চ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নারীদের প্রতি কুর্নিশ জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। জানা গেছে, পূর্ব বর্ধমানের ভাতার গ্রামের বাসিন্দা সুস্মিতা রোমের জীবন যুদ্ধের লড়াইয়ে নারী শক্তির অদম্য সাহসিকতা ফুটে উঠেছে। স্বামী ও বাবার মৃত্যুর পর একমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে মানুষ করা ও সংসারের সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে টোটোর হ্যান্ডেল ধরে নিয়েছিলেন সুস্মিতা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে কোলে নিয়ে দিবারাত্রি এক করে ভাতারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে সুস্মিতা টোটো। ইতিমধ্যেই প্রশাসন সহ বিভিন্ন সমাজকর্মী সুস্মিতার পাশে এসে দাঁড়িয়েছিলেন। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে সুস্মিতার জীবন যুদ্ধের লড়াইকে কুর্নিশ জানিয়ে ভাতার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুস্মিতাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি বেশ কিছু উপহার সুস্মিতার হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ভাতার থানার পুলিশ প্রশাসকের সঙ্গে সমতুল্য হবে সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মহিলা পুলিশ কর্মীদের অবদানও কোন অংশে কম নয়। সুস্মিতার পাশাপাশি সেই সমস্ত মহিলা পুলিশ কর্মীদেরও সংবর্ধিত করা হয় । উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিৎ মন্ডল, ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি , পুলিস আধিকারিক বাণীশংকর মহাপাত্রসহ অন্যান্য পুলিশ কর্মীরা। পূর্ব বর্ধমান জেলার ডি এস পি ক্রাইম সুরজিৎ মন্ডল জানিয়েছেন, স্নেহ মায়া মমতা দিয়ে শুধুমাত্র শিশুদের নয় সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে নারীশক্তি। আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের দক্ষতার প্রতি কৃতজ্ঞতা ও কুর্নিশ জানাই।
ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি জানিয়েছেন, ভাতারের বাসিন্দা সুস্মিতা রোমের জীবন যাত্রার লড়াইকে আন্তর্জাতিক নারী দিবসে কুর্নিশ জানাই। সুস্মিতার যেকোনো সহযোগিতায় ভাতার থানার পুলিশ প্রশাসন সব সময় থাকবে।

Leave a Reply