আটই জানুয়ারি ২০২৩ তারিখে শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ এর তৃতীয় বার্ষিক আন্তর্জাতিক জ্যোতিষ তন্ত্র বাস্তু মহাসম্মেলন সম্পন্ন হোলো কলকাতার মোহিত মৈত্র মঞ্চে।উক্ত অনুষ্ঠান এর প্রধান আয়োজক শিবালয় ট্রাস্ট। শিবালয় এর ফাউন্ডার প্রেসিডেন্ট শ্রী ব্রহ্মানন্দ এই নিয়ে তৃতীয়বার এই অনুষ্ঠান আয়োজন করলেন।এবং সঙ্গে সুস্মিতা শাস্ত্রী, অনিন্দ্যবন্ধু গুহ, গুরুজী শ্রী বিনয় মহারাজ,পরিতোষ ব্যানার্জী ইত্যাদি এরাই অনুষ্ঠান এর প্রধান আয়োজক।
এই অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট জ্যোতিষ মন্ডলী যেমন গুরুজী বিনয় মহারাজ, রাজজ্যোতিষী অনিমেষ শাস্ত্রী, শ্রী রথীন মল্লিক, শ্রীমই সোনাই শাস্ত্রী ,শ্রী রূপেশ চক্রবর্তী, শ্রী অভিজ্ঞান আচার্য্য, শ্রী দেবাশীষ গোস্বামী, শ্রী শুভ্রজিৎ ইত্যাদি।
এই অনুষ্ঠান এ শিবালয় এর ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান সহ কলকাতার বিশিষ্ট জ্যোতিষ মন্ডলীকে যথাসাধ্য সম্মান প্রদান কোৱা হয়েছে।

Leave a Reply