Spread the love

আনন্দ-স্মরণ-সন্ধ্যা উদযাপনে রবীন্দ্রভারতী সোসাইটি


গত ২৬শে জানুয়ারি সন্ধ্যায় রবীন্দ্রভারতী সোসাইটি (জোড়াসাঁকো ঠাকুরবাড়ি) র উদ্যোগ আয়োজনে রথীন্দ্রমঞ্চে সাড়ম্বরে পালিত হল “আনন্দ কুমার মুখোপাধ্যায় জন্মশতবার্ষিকী উদযাপন” অনুষ্ঠান। স্বর্গীয় আনন্দ কুমার মুখোপাধ্যায় ছিলেন রবীন্দ্রভারতী সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক যিনি দীর্ঘ সাঁইত্রিশ বছর ধরে এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের হাল ধরে ছিলেন নিষ্ঠাভরে। নানা ঝড়ঝাপটায় ব্যতিব্যস্ত এই সোসাইটির বহু কঠিন সময়ে সাধারণ সম্পাদক রূপে গুরুদায়িত্ব বহন করেছেন অবিচল ভাবে। তাঁর সময়কালে সোসাইটির বহুমুখী কর্মকাণ্ড নানা ধারায় বিকশিত হয়ে ধাপে ধাপে উন্নীত হয়েছিল তার গৌরবশিখরে। অক্লান্ত পরিশ্রমী, ক্ষুরধারসম ব্যক্তিত্ব, দূরদৃষ্টিসম্পন্ন, অমায়িক ব্যবহার – এই সমস্ত চারিত্রিক গুণাবলী আকৃষ্ট করেছিল বাংলার সারস্বত সমাজ, সঙ্গীতশিল্পী সমাজকে। এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব স্মরণে সোসাইটি আমন্ত্রণ জানিয়েছিল বহু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গকে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, বিচারপতি সৌমিত্র পাল, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীতশিল্পী ড.স্বপ্না ঘোষাল, নৃত্যগুরু বন্দনা সেন, গুরু অমিতা দত্ত, মহাবোধি সোসাইটির শিউলি ভান্তে, সঙ্গীতশিল্পী ড.শ্রীকুমার চ্যাটার্জী, গৌতম মিত্র, স্বপন সোম, দেবারতি সোম, অনুশীলা বসু, সুস্মিতা গোস্বামী, হিমাদ্রী মুখার্জী প্রমুখ; ছিলেন বাচিকশিল্পী প্রবীর ব্রহ্মচারী, ছন্দা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুরু হয় সমবেত আবৃত্তি ও সমবেত উদ্বোধনী সঙ্গীত সহযোগে, পরিবেশনায় সোসাইটির শিল্পীবৃন্দ। প্রতিজন শিল্পীই তাদের আপন পরিবেশন কালে আনন্দ কুমার মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন। সোসাইটির প্রবীণ/প্রবীণা সদস্যগণেরা নাতিদীর্ঘ স্মৃতিচারণার মধ্য দিয়ে আনন্দ কুমার মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি অডিও-ভিডিও প্রদর্শনীর মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন শোনান হয়, বক্তারা ছিলেন সুধা ঘোষ, শুক্লা বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী সেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, অলক রায়চৌধুরী। এই উপলক্ষ্যে সোসাইটির সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা “সাহিত্য পত্র” প্রকাশ করা হয় অনুষ্ঠান মঞ্চে। প্রসঙ্গত উল্লেখ্য আনন্দ কুমার মুখোপাধ্যায় হলেন যোগ্য উত্তরসূরী সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের পিতা। এই সন্ধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সহধর্মিণী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, বোন নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়, জামাতাসহ কন্যাদ্বয়, এবং পরিবারের অন্যান্য ব্যক্তিত্ববর্গ। অনুষ্ঠান শেষ করা হয় সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন সোসাইটির কর্মপরিচালন সমিতির সদস্য ডা. অভিজিত ঘোষ ও সৌমিত্র বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *