সেখ সামসুদ্দিনঃ মেমারি-১ ব্লকের এমজিএনআরইজিএস দপ্তরের আধিকারিক তপন রায়কে বিদায় সংবর্ধনা জানালো মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাব এবং মেমারি-১ পঞ্চায়েত সমিতি। এদিন পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ব্লক এবং সমিতির কর্মীরা নিজদের বক্তব্যের মাধ্যমে তপনবাবুকে শুভেচ্ছা এবং বিদায় জানান। উপস্থিত ছিলেন মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, বিডিও তথা ক্লাবের সভাপতি ডা. আলি মহ: ওয়ালি উল্লাহ, যুগ্ম বিডিও অংশুমান ঘোষ, রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই, কোষাধ্যক্ষ তুষার নন্দী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন পিডিও তাপস কুমার ঘোষ।

Leave a Reply