দক্ষিণেশ্বর আদ্যাপীঠ অন্নদা বিদ্যামন্দিরে ২৮ শে জানুয়ারি উদ্বোধন হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্কূলনেট ইন্ডিয়া লিমিটেড এর সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বীক্ষনাগার। গৌরবময় উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক তথা বিদ্যালয়ের সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই, প্রাক্তন জেলা পরিদর্শক মাধ্যমিক ব্যারাকপুর মাননীয় শ্রী সুকুমার দাস , বিদ্যালয় সহকারী পরিদর্শক ব্যারাকপুর মাননীয় সঞ্জীব ব্যানার্জি, ব্রহ্মচারিণী দীপালী দেবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: মনোজ কুমার পাত্র, এবং আই সি টি কোঅর্ডিনেটর শ্রী শান্তনু সেন এবং অনান্যরা ।– ছবি সুবল সাহা

Leave a Reply