আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩১ তম জন্মোৎসব ১০১ তম সিদ্ধো উৎসব ও ৫৫ তম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার ৮000 গরিব মানুষকে কম্বল ও শীতবস্ত্র বিতরণএবং খাদ্য সামগ্রী প্রদান করা হয় ৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি . প্রাক্তন বিচারপতি তপন মুখোপাধ্যায় ,পলিটেকনিক কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জি কামারহাটি পুরো প্রশাসক গোপাল সাহা ৷সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই ও অন্যান্যরা ৷ ছবি সুবল সাহা |

Leave a Reply