আদিবাসী সমাজের উন্নয়নে গানে ও বক্তব্যে প্রচেষ্টা

সেখ সামসুদ্দিন, ১১ জানুয়ারিঃ আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মেমারি থানার খয়েরপুর গ্রাম নিবাসী সরকার মান্ডি। তিনি জীবন্ত মায়ের মূর্তি গড়ে মানুষকে শিক্ষা দিচ্ছেন মৃত লোকের বা মাটির গড়া ঠাকুরের পুজো করার আগে জীবন্ত মায়ের পুজো বা সেবা করতে। মা-বাবা হচ্ছেন জীবন্ত দেবতা। আদিবাসী সমাজের কুসংস্কার দূরীকরণের পাশাপাশি মদ ছাড়াতে, পারিবারিক সমস্যা মেটাতে, নানান সামাজিক সমস্যার সমাধানে, রোগ হলে বা সাপে কাটলে আগে চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। কারও বিশ্বাসকে আঘাত নয়, চিকিৎসার পরে ওঝা বা ঠাকুরবাড়ি যান। মানুষের মধ্যে ছড়াচ্ছেন বিজ্ঞানের চেতনা। প্রতি বুধবার তার বাড়িতে পশ্চিমবঙ্গ সহ ভিনরাজ্যের কয়েক শত মানুষের জমায়েত হয় শুধু সমস্যা মেটাতে, নাহলে শিক্ষা নিতে। এই পৌষ-মাঘ মাসে আদিবাসী সমাজের অনেক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে কাটাতে পারেন তার জন্য সুপরামর্শ দিয়ে আদিবাসী সমাজকে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শকের ভূমিকা পালন করছেন সরকার মান্ডি। তিনি একজন বেতার শিল্পী হওয়ায় গানে ও বক্তব্যের মাধ্যমে মানুষের মন জয় করে চলেছেন।

Leave a Reply