আদা চাষে অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা।


ঋজু মন্ডল। বাঁকুড়া: শুক্রবার সারেঙ্গা ব্লকের কৃষি অধিকর্তার করনে এলাকায় বিভিন্ন ধরনের চাষের লক্ষ্যে বেশ কিছু চাষীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো আমঝোর কর্মতীর্থে থেকে আতমা স্কীমের অধীনে ১৩ জন কৃষকের মধ্যে দেশি অাদার বীজ ও আদা চাষের অন্যান্য উপকরণ বিতরণ করা হলো। ব্লকের বেশ কিছু উঁচু জমি যা জলের অভাবে ধান চাষ করা যায় না এমন জমিকে চাষের আওতায় আনতে এই উদ্যোগ বলে জানান সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পতি । সারেঙ্গা ব্লক এর চিংড়া গ্রামের প্রগতিশীল কৃষক কাঞ্চন দে বলেন কৃষি দপ্তর থেকে দেশি আদার এই বীজ পেয়ে আমরা খুব খুশি । এছাড়াও সরাসরি জমিতে অঙ্কুরিত ধান বীজ বুনে ধান চাষ করার জন্য তিনজন কৃষকের মধ্যে ড্রাম সিডার বিতরণ করা হয়। উত্তরোত্তর কৃষি শ্রমিকের অপ্রতুলতা এবং চাষের খরচে রাশ টানতে এই উদ্যোগ বলে জানান সহ কৃষি অধিকর্তা । তিনি আরো বলেন গতানুগতিক ধান চাষ থেকে বেরিয়ে এসে উন্নত পদ্ধতিতে এবং উন্নত বীজ দিয়ে চাষ করার প্রতি চাষীদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাছাড়া দানাশস্য এবং আদা চাষে উৎসাহিত করতে উঁচু জায়গার চাষীদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে আদা চাষের জন্য বীজ ও অন্যান্য সরঞ্জাম প্রদান করা হলো। সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য তথা প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর বলেন যে সমস্ত এলাকা ধান চাষের পক্ষে সুবিধে নয় সেই সমস্ত এলাকার চাষীদের অন্যান্য ফসলের চাষ করার উপর জোর দিয়েছেন ব্লক সহ কৃষি অধিকর্তা ।

Leave a Reply