আদালত সাংবাদিকতায় সম্মাননা পেলেন মঙ্গলকোটের সাংবাদিক
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, কলকাতা -:
যথাযোগ্য মর্যাদা সহকারে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে ১৪ ই এপ্রিল কলকাতার মৌলালী ভবনের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলঘরে সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকারের ১৩৫ তম জন্মদিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক গুণী ব্যক্তি। এছাড়াও একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 'আম্বেদকার কালচারাল কলেজে'র পক্ষ থেকে কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।
এদের মধ্যে অন্যতম হলেন মঙ্গলকোটের বাসিন্দা মোল্লা জসিমউদ্দিন। 'আদালত সংবাদদাতা' হিসাবে বিশেষ অবদান রাখার জন্য সংস্থার পক্ষ থেকে তাকে 'মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক' সম্মাননা প্রদান করা হয়। প্রসঙ্গত গ্রাম বাংলা থেকে উঠে আসা জসিম গত কয়েক বছর ধরে রাজ্যের এক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার 'হাইকোর্ট সংবাদদাতা' হিসাবে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। পাশাপাশি তিনি বিগত ৫ বছর ধরে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে 'বেঞ্চ মেম্বার' হিসাবে প্রতিনিধিত্ব করেন। সম্প্রতি তিনি কলকাতা হাইকোর্টের 'নন এডভোকেট মিডিয়েটর' হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। তার এই সম্মাননা প্রাপ্তির খবর পেয়ে নিজের পরিচিত মহলে খুশির হাওয়া বয়ে যায়।
এদিন সভাগৃহে উপস্থিত ছিলেন ড. নির্মল মাজি, পদ্মশ্রী রতন কাহার, রেলের প্রাক্তন জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী, বিশিষ্ট বাচিক শিল্পী সোনালি কাজী, পরিবেশ প্রেমী পুলিশ অফিসার সমরেন্দু চক্রবর্তী, কবি সেখ আব্দুল জব্বার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বপন দত্ত বাউল প্রমুখ।
উদ্যোক্তা সংগঠনের কর্ণধার দিলীপ বিশ্বাস জানান -সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উৎসাহিত করাটা আমাদের অন্যতম কর্তব্য।
সম্মাননা পেয়ে আপ্লুত জসিমের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, যেকোনো পুরস্কার কাজের প্রতি উৎসাহের পাশাপাশি দায়িত্ববোধ বাড়িয়ে দেয়।