শুভ ঘোষ,
কলকাতা প্রেসক্লাবে ‘আসুন আত্মহত্যার রুখে দিই’ এই বিষয়ের উপরে রাজ্য শাখার যৌথ উদ্যোগে আত্মহত্যা রুখতে সচেতনতা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। আগামী ৪ই সেপ্টেম্বর থেকে ১০ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়।এই বিশ্ব আত্মহত্যা দিবসের অনুষ্ঠানটি মুখ্য আয়োজক সংবাদ সোচ্চার নামে একটি youtube নিউজ চ্যানেলে উদ্যগে আয়োজন করা হয় কলকাতা প্রেসক্লাব। আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংঘ তরফ থেকে বক্তব্য রাখেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য,ডক্টর গৌতম সাহা, ডক্টর ওমপ্রকাশ সিং, ডঃ কৌস্তুভ চক্রবর্তী,ডক্টর সঞ্জয় গর্গ,আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।