ভাতারের আতমা সেলের উদ্যোগে কৃষির আধুনিকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ শিবির

সেখ রাজু , ভাতার,

বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতার আতমা সেলের উদ্যোগে কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র এবং সহকৃষি অধিকর্তারকরণ ভাতার ব্লকের তত্ত্বাবধানে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ভাতার কিষান মান্ডিতে  । ভাতারের বিভিন্ন অঞ্চলের ১০০ জন কৃষককে নিয়ে  এই শিবির অনুষ্ঠিত হয় । কৃষি কাজে আধুনিককরণের না হলে আগামী সময় বিপদে পড়বে কৃষকরা, সেই লক্ষ্যে কৃষিকাজকে আরো উন্নত করার জন্য যান্ত্রিকরণের বিভিন্ন দিক আলোচিত করা হয় । ধান গাছে বাদামি শোষকের উপদ্রব চাষীদের সমূহ ক্ষতি করে । কিভাবে এ রোগ থেকে চাষিরা মুক্তি পাবে সে বিষয়ক আলোচনা করেন ভাতার ব্লক কৃষি আধিকারিক বরুন হালদার । বীজশোধন একদিকে যেমন ফসলের ক্ষতিকারক জীবাণু নষ্ট করে ঠিক তেমনি গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে । কোন ফসল চাষ করার আগে ওই ফসলের বীজকে শোধন করার জন্য সকল চাষিকে অবগত করেন উপস্থিত আধিকারিকরা ।উপস্থিত ছিলেন ভাতার ব্লক কৃষি আধিকারিক বরুণ হালদার, ভাতার ব্লক প্রযুক্তি প্রবন্ধক শেখ নাসিম হাসান, সহ প্রযুক্তি প্রবন্ধক দেবনারায়ণ মল্লিক, উজ্জল মন্ডল, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় বর্ধমান ক্যাম্পাসের সহকারী অধ্যাপক ডঃ লক্ষণ চন্দ্র প্যাটেল সহ কৃষকরা ।

Leave a Reply