এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন, ৪ ডিসেম্বরঃ মেমারি ২ ব্লকের বিজুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগুনিয়া এম এম কে সি দক্ষিণপাড়া ক্লাবের ব্যবস্থাপনায় আট দলীয় ফুটবল প্রতিযোগিতা করা হয়। এই খেলার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও আদিবাসী নৃত‍্য হয়। এই ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার সাগরাম মান্ডি।শুভ সূচনা করেন গোলপোস্টে ফুটবলে শর্ট মেরে মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার সাগরাম মান্ডি। পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে পরিচয় বিনিময় করেন।চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে অয়ন একাদশ পান্ডুয়া ও ভয়ংকর একাদশ বর্ধমান। বিজয়ী হয় অয়ন একাদশ পান্ডুয়া ৩/০ গোলে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে বিজয়ী অয়ন একাদশ পান্ডুয়া দলের অধিনায়কের হাতে নগদ ২৫ হাজার টাকা ও ট্রফি এবং বিজেতা ভয়ংকর একাদশ বর্ধমান দলের অধিনায়কের হাতে নগদ কুড়ি ২০ হাজার টাকা ও ট্রফি তুলে দিলেন। এছাড়াও বেস্ট গোলদাতা, বেস্ট স্ট্রাইকার, বেস্ট গোলকিপার সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন ফুটবল প্রতিযোগিতায় ম্যান অফ দা ম্যাচ অয়ন একাদশের পান্ডুয়া ভোলানাথ হাঁসদা ও বেস্ট গোলকিপার অমিত মান্ডি নির্বাচিত হয়েছেন। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার সাগরাম মান্ডি, এম, এম ,কে, সি ক্লাবের ম্যানেজার রবি হাঁসদা, কোষাধক্ষ্য শান্তনু চক্রবর্তী, গেম সেক্রেটারি নির্মল নায়েক, কালচার সেক্রেটারি সৌমেন মল ,বিশেষ অতিথি ধীরেন্দ্রনাথ মান্ডি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply