আজ সন্দেশখালির বিজেপি প্রার্থীর মামলার শুনানি 

নিজস্ব প্রতিনিধি, 

এবার  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখার বিরুদ্ধে মোট কয়টি মামলা কোথায় দায়ের হয়েছে? তা  জানতে চেয়ে দায়ের হয়েছে মামলা।এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ পুলিশের তরফে না করা হয় তারও আবেদন রয়েছে ।আগামী বৃহস্পতিবার রেখার আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টের  বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে।আদালতের দ্বারস্থ হয়েছেন গত মঙ্গলবার  গ্রেফতার হওয়া মাম্পি দাসও। এফআইআর  খারিজের আবেদন করা হয়েছে তাঁর তরফে। আজ অর্থাৎ বৃহস্পতিবার  দুটি মামলার শুনানির সম্ভবনা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।

Leave a Reply