আজ শুভেন্দুর আইনী রক্ষাকবচ নিয়ে ডিভিশন বেঞ্চে শুনানি?
মোল্লা জসিমউদ্দিন টিপু ,
আশঙ্কাটা ছিল, তবে এত দ্রুত অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই হবে তা বোধহয় ভাবতে পারেনি অনেকেই।মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দারস্থ হলো রাজ্য।আজ অর্থাৎ বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে শুভেন্দুর আইনী রক্ষাকবচ কে চ্যালেঞ্জ জানালো আপিল পিটিশনের শুনানির সম্ভাবনা প্রবল রয়েছে। গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে আইনী রক্ষাকবচ দেওয়া হয়েছিল শর্ত সাপেক্ষে। তবে এতে খুশি নয় রাজ্য।ওয়াকিবহাল মহলের ধারণা উপনির্বাচনের আগে কোনভাবেই যাতে বঙ্গ বিজেপি আইনীভাবে অক্সিজেন না পায় সেজন্য অত্যন্ত তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল। গত সোমবার উপনির্বাচনের আগে বড়সড় আইনী স্বস্তি মিলেছিল বঙ্গ বিজেপির অন্দরে।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেয়েছেন বড়সড় আইনী রক্ষাকবচ। দাখিল হওয়া তিনটি ফৌজদারি মামলা তো বটেই পরবর্তী কোন মামলা রুজু হলে গ্রেপ্তার করা যাবেনা শুভেন্দু অধিকারী কে। তবে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে ‘অভিযুক্ত’ শুভেন্দু অধিকারী কে।কোনরকম কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারবেনা পুলিশ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট এর সিঙ্গেল বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ছিল ছয় সপ্তাহ পর।গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠেছিল শুভেন্দুর দায়ের করা আগাম আইনী রক্ষাকবচ সংক্রান্ত মামলাটি।হয় সমস্ত মামলা খারিজ হোক কিংবা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কে তদন্তভার দেওয়া হোক বলে শুভেন্দুর আর্জি ছিল।পূর্ব মেদিনীপুর জেলায় পাশকুড়া,নন্দীগ্রাম, কাঁথি থানায় রয়েছে চারটি ফৌজদারি মামলা।এছাড়া কলকাতার মানিকতলা থানায় ছিল আর্থিক দুর্নীতির অভিযোগ। পাঁশকুড়ায় রয়েছে ছিনতাইয়ের অভিযোগ। নন্দীগ্রামে রয়েছে মারধরের অভিযোগ, কাঁথিতে রয়েছে ত্রিপল চুরির অভিযোগ। সর্বপরি শুভেন্দুর একদা দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডির তরফে শুভেন্দু কে নোটিশ পাঠানো হলেও তাতে সাড়া দেননি শুভেন্দু।ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাখিল মামলাগুলির পুলিশ রিপোর্ট দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার তদন্তে সহযোগিতার শর্তে এই আগাম আইনী রক্ষাকবচ টি দিয়েছেন গত সোমবার । কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল করলো রাজ্য।আজ অর্থাৎ বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।