আজ মঙ্গলকোটে দুদিনব্যাপি ফুটবল টুর্নামেন্ট
মোল্লা জসিমউদ্দিন টিপু,
আজ অর্থাৎ শুক্রবার সকাল দিকে মঙ্গলকোট নুতন থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠে শুরু হচ্ছে দুদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্ট। জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তার প্রচার কে সামনে রেখে মঙ্গলকোটের ইতিহাসে সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট টি আয়োজন করেছে স্থানীয় থানার পুলিশ। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জির নেতৃত্বে ইতিমধ্যেই একপ্রকার পরিত্যক্ত লালডাঙ্গা মাঠ হয়ে উঠেছে রাজ্যস্তরের কোন ফুটবল ময়দান। স্থানীয়দের পাশাপাশি নাইজেরিয়ান সহ বিদেশি প্লেয়ার থাকছে প্রতিটি টিমে। রাতের খেলার জন্য হলোজিন লাইটের ব্যবস্থা অনবদ্য এই মাঠে।পথ নিরাপত্তা কে সামনে রেখে এই বৃহৎ ফুটবল টুর্নামেন্ট তে অতিথি হিসাবে আসছেন ভারতীয় জাতীয় দলে খেলা ৪ জন প্রাক্তন প্লেয়ার গৌতম সরকার,তরুণ দে, সৈয়দ রহিম নবী,মেহতাব হোসেন। মঙ্গলকোট ব্লকের অধীনে ১৫ টি গ্রাম পঞ্চায়েতের একটি করে দল এবং স্থানীয় বিধায়কের তরফে ১ টি সর্বমোট ১৬ টি দলের খেলা হচ্ছে। এক এক ফুটবল দলে ৭ জন প্লেয়ার থাকছেন।২০ মিনিটের খেলা দলপিছু।শুক্রবার ৮ টি দলের খেলা হচ্ছে। আগামী শনিবার বাকি ৮ টি দলের খেলা হবে।দুদিনব্যাপি এই ফুটবল টুর্নামেন্ট এর বিজয়ী দল পাবে স্মারক সহ ৫০ হাজার টাকা।সেইসাথে ফাইনালে পরাজিত দল পাবে স্মারক সহ ৪০ হাজার টাকা।এছাড়া সর্বোচ্চ গোলদাতা সহ বেশকিছু স্মারক রাখা হয়েছে ভালো পারফরম্যান্স দেখানো প্লেয়ারদের জন্য।আগামী শনিবার দুটি মহিলা দলের প্রীতি ফুটবল চলবে।এই ফুটবল টুর্নামেন্ট টি উদ্বোধন করবেন এলাকার জনপ্রিয় বিধায়ক অপূর্ব চৌধুরী। প্রধান অতিথি হিসাবে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীস সেন।মঙ্গলকোটের ক্রীড়া ইতিহাসের এতবড় ফুটবল টুর্নামেন্ট তাও উন্নতমানের মাঠে কোনদিন যেমন হয়নি।ঠিক তেমনি এতজন প্রাক্তন জাতীয় ফুটবলার কোন ক্রীড়া প্রতিযোগিতায় মঙ্গলকোটে আসেননি।মঙ্গলকোট আইসি পিন্টু মুখার্জি গত একমাস ‘দিনরাত’ এককরে এই ফুটবল টুর্নামেন্ট এর আয়োজনে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।