আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতী, দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- জেলা পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত।পঞ্চায়েত ভোটের আগে বীরভূম জেলার বিভিন্ন থানা এলাকা থেকে প্রায় প্রতিদিন আগ্নেয়াস্ত্র সহ দুস্কৃতিকারী আটকে পড়ছে পুলিশের হাতে।অনুরূপ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ স্থানীয় থানার খোয়াজ মহম্মদপুর গ্রামে রবিবার মধ্যরাত্রে ইব্রাহিম সেখের বাড়িতে অভিযান চালিয়ে বারো রাউন্ড কার্তুজ সহ দুটি বন্দুক উদ্ধার করে। এরমধ্যে একটি ওয়ান শাটার পাইপ গান ও একটি সেভেন এমএম পিস্তল। অস্ত্র সহ ইব্রাহিম সেখকে গ্রেফতার করে এবং তাঁর বিরূদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে দুবরাজপুর থানার পুলিশ।অস্ত্রগুলো বিক্রি করার উদ্দেশ্যে জমা রেখেছিল বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু অস্ত্র গুলো বিক্রির আগেই ইব্রাহিম সেখকে গ্রেপ্তার করে ফেলে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র কোথা থেকে এলো বা কী উদ্দেশ্যে রেখেছিল তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ইব্রাহিম সেখকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন খারিজ করে ৩ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply