আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক, কাঁকরতলা পুলিশের হাতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- জেলা পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত।পঞ্চায়েত ভোটের আগে বীরভূম জেলার বিভিন্ন থানা এলাকা থেকে একপ্রকার প্রতিদিনই আগ্নেয়াস্ত্র সহ দুস্কৃতিকারী আটকে পড়ছে পুলিশের হাতে।অনুরূপ গোপন সূত্রে খবর পেয়ে কাঁকরতলা থানার ওসি সামিম খান পুলিশের জাল বিস্তার করে ফেলেন উক্ত এলাকায়।বুধবার রাতে স্থানীয় থানার সতীঘাট থেকে বিনোদপুর রাস্তার মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে এক রাউন্ড গুলি সহ একটি দেশী পাইপ গান উদ্ধার করে। জানা যায় ধৃত ব্যক্তির নাম শেখ আলাউদ্দিন ওরফে সেখ লাদেন।বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে কাঁকরতলা পুলিশের পক্ষ থেকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।ধৃত ব্যক্তির সেখানে ঘোরাঘুরির উদ্দেশ্য কি ছিল অস্ত্র বিক্রি না ছিনতাই এবং এর সাথে আর কারো যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে কাঁকরতলা থানার পুলিশ।

Leave a Reply