Spread the love

আগুনে ধুলিস্যাৎ পোল্ট্রি ফার্মসহ মুরগি

সেখ রাজু

আগুনে ধুলিস্যাৎ পোল্ট্রি ফার্ম । ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের কুরুম্বা গ্রামে ।
কুরুম্বা গ্রামের পশ্চিমপাড়াতে সেরজান শেখের তিনটি পোল্ট্রি ফার্ম ছিল । বৃহস্পতিবার ভোরের দিকে 11000 বৈদ্যুতিক তার ছিড়ে পোল্ট্রি ফার্মের উপর পড়ে গেলেই এই বিপত্তি ঘটে । ঘটনায় বাচ্চা সহ আড়াই হাজার পোল্ট্রি মুরগি হতাহতের ঘটনা ঘটে । এই বিষয়ে সেরজান শেখের পুত্র মনো শেখ জানায়, বিদ্যুৎ দপ্তরের অবহেলা জন্যই এই দুর্ঘটনা ঘটেছে । বেশ কয়েকবার বিদ্যুৎ দপ্তরকে এই পরিস্থিতির কথা জানালেও কোনোভাবেই কর্ণপাত দেয়নি । তারই ফলস্বরূপ ভোরের সময় এই দুর্ঘটনায় দুটি পোল্ট্রি ফার্ম পুড়ে যাওয়ার পাশাপাশি কয়েক হাজার মুরগির বাচ্চা হতাহত হয় । কিছুদিন আগে বৈদ্যুতিক তারে যাতে গার্ড দেওয়া যায় সেই বিষয়ে বিদ্যুতের দপ্তরে জানানো হয়েছিল কিন্তু কোনোমতেই তারা কর্ণপাত করেনি । আজকে কয়েক লাখ টাকার ক্ষতি সম্মুখীন হয়েছি । যদিও বিদ্যুৎ দপ্তর আধিকারিকরা জানান এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি । কোন অভিযোগ পেলেই তড়িঘড়ি বিদ্যুৎ দপ্তর সে কাজ করে দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *