আগরপাড়ায় তারাপুকুর পশ্চিমপল্লী অধিবাসীবৃন্দের অনুষ্ঠান
দীপঙ্কর সমাদ্দার: সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ বিশেষ দুর্গোৎসব গুলোর মধ্যে মানুষের মনের মাঝে স্মরণ থাকে আগরপাড়া “তারাপুকুর পশ্চিমপল্লী সর্বজনীন দুর্গোৎসবের” নাম। শুধু দুর্গোৎসব নয় সারা বছর ধরেই চলে তাদেরই উদ্যোগে নানা সমাজ সেবামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এরকমই উদ্যোগে মহাসমারোহে অনেক গুণী মানুষদের সান্নিধ্যে আগরপাড়ায় “তারা পুকুর পশ্চিমপল্লী অধিবাসীবৃন্দের” আয়োজনে ও আন্তরিক প্রচেষ্টায় তাদের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হলো এক বিরাট রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা। এই একই শুভদিনে তারাপুকুর ইনস্টিটিউট এর নবনির্মিত ভবন উদ্বোধন করলেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মাননীয় সোমনাথ দে। উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তীর্থঙ্কর ঘোষ , পৌর মাতা দেবযানী রায় এবং প্রাক্তন পৌরপিতা সুব্রত রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ক্লাবের পূজা কমিটির সম্পাদক সোমনাথ কুন্ডু জানালেন তাদের যে কোন উদ্যোগে সাধারণ মানুষ ভীষণভাবে সাড়া দেন ও যোগদান করেন। ছোট ছোট শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতায় ভিড় দেখার মত ছিল। অত্যন্ত সুন্দর পরিবেশে বাচ্চাদের খুশির রেশে ছবি আঁকতে দেখা গেল। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাচ্চাদের অভিভাবকদের বক্তব্যে জানা গেল এই ক্লাবে প্রতিবছর অঙ্কন প্রতিযোগিতায় বাচ্চাদের ক্লাবের পক্ষে অত্যন্ত আন্তরিকতা এবং সুন্দর পরিবেশ দেওয়া হয় যাতে তারা অত্যন্ত মুগ্ধ।রক্তদান শিবিরে বিপুল উৎসাহে রক্তদান করতে দেখা গেল সাধারণ মানুষকে। এর মাঝখানেই মঞ্চে বেশ সুমধুর কন্ঠে বেশ কিছু শিল্পীরা গান গাইলেন, সমাজের বিশেষ ব্যক্তিত্বরা সম্মানিত হলেন ক্লাবের পক্ষ থেকে। এই অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে রথের দিন দুর্গোৎসবের খুঁটি পূজার শুভ মুহূর্তে, এবছরের পশ্চিম পল্লী পূজা কমিটির পরিকল্পনা হাজারদুয়ারি, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জানালেন এ বছরও আগরপাড়ায় তারাপুকুর পশ্চিমপল্লী পূজা কমিটি, দুর্গোৎসবে চমক দেবেন। এক কথায় বলা যায় সমগ্র অনুষ্ঠানটি ছিল অভিনন্দনযোগ্য।