প্রত্যুষ চক্রবর্তী,

পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করায় আউশগ্রাম ২-ব্লকের আমরপুর অঞ্চলে বিজয় উৎসব পালন করলো তৃণমূল কংগ্রেস।এদিন গেরাই গ্রামে সাতটি অঞ্চলের জয়ী প্রাথীদের নিয়ে বিজয় উৎসবে মাতেন তৃণমূল নেতৃত্ব।আউশগ্রাম ২-ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ৩টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস।আর এই জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিতে মালা দিয়ে বিজয় উৎসব পালন করেন অগণটি কর্মী সমর্থক।এদিনের এই উৎসবে সামিল হয়েছিলেন সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি ও সমস্ত বুথ স্তরের কর্মীরা।আউশগ্রাম ২ব্লক তৃণমূল নেতা আব্দুল লালন বলেন,আমরা এই জয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উৎসর্গ করলাম।আগামী দিনে এই ব্লকে আরো উন্নয়ন হবে।যে সমস্ত প্রাথীরা জয়লাভ করেছেন তাদের ধন্যবাদ জানাই।তাদের এলাকায় মানুষের জন্য কাজ করার বার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply