আউশগ্রামের গুসকরায় কাহার শ্যামা সম্মান প্রদান,
সম্প্রীতি মোল্লা, মঙ্গলকোট,
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘কাহার’ এর উদ্যোগে এবং গুসকরা প্রেস কর্নারের সহযোগিতায় আয়োজিত কাহার শ্যামা সম্মান প্রদান করা হয়েছে।আউশগ্রামের গুসকরা শহরের কালী পুজোগুলিকে কেন্দ্র করে এই সম্মান প্রদান করেন উদ্যোক্তারা বলে জানা গেছে । গত মঙ্গলবার গুসকরা ফাঁড়ি থেকে এর সূচনা করেন গুসকরা ফাঁড়ির ওসি নীতু সিংহ। শ্যামা পুজো সম্মানের চারজন বিচারক শহরের প্রায় ২০টি পুজো মন্ডপ পরিক্রমা করে থাকেন। প্রতিমা, মন্ডপ সজ্জা, আলোক সজ্জা, পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা এই পাঁচটি বিষয়ের উপর নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দেওয়া হয় সেরার সেরা পুরস্কার। গুসকরার ছন্নছাড়া ক্লাব পেয়েছে ‘সেরার সেরা’ সম্মান। এছাড়া বিবেকানন্দ সঙ্ঘ সেরা সৃজনশীলতা, উষা সঙ্ঘ ও হাটতলা সর্বজনীন সেরা প্রতিমা, জলি ফ্রেন্ডস সেরা আলোক সজ্জা, ফ্রেন্ডস সার্কেল সেরা মন্ডপ সজ্জা এবং ওপার বাংলা সেরা পরিবেশের শিরোপা পায়। বিশেষ সম্মান পেয়েছে গুসকরা বীট হাউস গ্রামরক্ষী বাহিনীর পুজো। সম্মান প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ডিএসপি (ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক। উপস্থিত ছিলেন ‘কাহার’ পত্রিকার সম্পাদক প্রদীপ মুখোপাধ্যায় সহ অন্যান্য সাংবাদিকরা। উদ্যোক্তারা সেরার শিরোপা পাওয়া পুজো মন্ডপে গিয়ে উদ্যোক্তাদের হাতে শংসা পত্র ও ট্রফি তুলে দেন। ট্রফি পাওয়ার পর উল্লসিত হন বিজয়ী পুজো কমিটিগুলি।