আইসিডিএস সুপারভাইজার প্রার্থীদের ধর্ণা প্রদর্শনের অনুমতি দিল হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, 

আইসিডিএস সুপারভাইজার ( মহিলা)  চাকরির পদে মেধাতালিকাভুক্ত কয়েকজন যোগ্য প্রার্থী ব মেধা থাকা সত্ত্বেও কম মেধার প্রার্থীরা চাকরি তে নিযুক্ত হওয়ার কারণে, বঞ্চিত প্রার্থীরা ধর্ণা কর্মসূচি নিয়েছে।  এবিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে অনুমতি চাইলে তা খারিজ হবার কারণে তাঁরা কলকাতা হাইকোর্ট এর দ্বারস্থ হন। এই মামলায় বঞ্চিত প্রার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী  ভীষক ভট্টাচার্য্য এবং আইনজীবি বিয়াঙ্কা ভট্টাচার্য্য। সম্প্রতি  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী ২রা এপ্রিল থেকে ৮ই এপ্রিল অবধি মোট সাত দিন দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা অবধি, কলেজস্কোয়ার ময়দান এর ভেতরে, লালবাজার থানা ও আমহার্স্ট স্ট্রীট থানার পুলিশকর্মীদের যৌথ সহযোগিতায় সর্বাপেক্ষা ১০০ জন বঞ্চিত মহিলা কে ধর্ণা দিয়ে প্রতিবাদ সভা গড়ে তোলার অনুমতি দিয়েছেন এবং সেই প্রসঙ্গে পুলিশ কর্মীদের বিশেষ কিছু ব্যবস্থাপনা গ্রহন করার নির্দেশও রায় এর মাধ্যমে জানিয়েছেন।  বিচারপতি  এও জানিয়েছেন যে -‘যেহেতু প্রতিবাদী সভা টি মহিলাদের দ্বারা আয়োজিত করা হবে, সেজন্য যাতে পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশকর্মী মোতায়েন করা হয়’।  সেই বিষয়ে বিশেষ নজর দিতে বলেছেন লালবাজার পুলিশ কর্তৃপক্ষ কে।

Leave a Reply