বৈদূর্য ঘোষাল? আইনজীবী কলকাতা হাইকোর্ট) ,

আগামী ৩১ জানুয়ারী কলকাতা বইমেলায় প্রকাশ হচ্ছে আইপিএস হুমায়ুন কবীর সাহেবের তিন তিনটি অনবদ্য বই।দে’জ পাবলিশিং এর তরফে দুটি বই ( নোনা ঢেউ, ক্রাইম টাইম) এবং আনন্দ পাবলিশার্স এর তরফে একটি বই (ইচ্ছেপোতার হলুদ পাখি)। এই আইপিএস অফিসার ইতিমধ্যে আরও বেশকিছু জনপ্রিয় বই লিখেছেন,যার শুভ উদঘাটন হয়েছে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে। পাশাপাশি ভারত বাংলাদেশের শিল্পীদের নিয়ে সিনেমায় পরিচালনা করেছেন। বর্তমানে তিনি রাজ্যের একজন মন্ত্রী।

Leave a Reply