‘আইপিএস বিনীতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই’, হাইকোর্ট কে জানালো কেন্দ্র
মোল্লা জসিমউদ্দিন ,
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে উঠে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এক মামলা।আর জি করের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছে বিনীত গোয়েলের বিরুদ্ধে। এদিন কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে – ,’আর জি করকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে।’গত শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায়, -‘আরজি কর-কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই সেখানেই এই বিষয়টি জানানো উচিত ‘। এই পরিপ্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানালেন, -‘ আর জি করের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোন ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা আইন অনুযায়ী রাজ্যই নিতে পারে’।আর জি করের ঘটনায় অভয়ার নাম প্রকাশ করায় আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং-এর কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন আইপিএসদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে কোন পদক্ষেপ কে নিতে পারে?তার উত্তরে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, -‘আইপিএস যারা রাজ্যে কর্মরত তাদের ব্যাপারে কোনও পদক্ষেপ করতে পারে রাজ্যই। তার বিরুদ্ধে কোনও শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা যদি নিতে হয় তাহলে সেটা রাজ্যই নিতে পারে।তবে রাজ্য যদি কোনও পদক্ষেপ না নেয় বা রাজ্যের পদক্ষেপে সন্তষ্ট না হলে কেন্দ্র আপিল করতে পারে’।আপাতত এই মামলায় মামলাকারীকে ফের রাজ্য সহ অন্যান্য সব পক্ষকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ২৩ ডিসেম্বর ফের শুনানি রয়েছে বলে জানা গেছে ।