আইনী সহায়তার পাশাপাশি কাউন্সিলিং কোর্স করাচ্ছে ‘লিগ্যাল এইড সার্ভিসেস’

মোল্লা জসিমউদ্দিন ,

অবসরপ্রাপ্ত বিচারপতিদের তদারকিতে থাকা ‘লিগ্যাল এইড সার্ভিসেস অফ ওয়েস্ট বেঙ্গল’ টানা ৪৪ বছর নীরবে কাজ করে চলেছে গোটা বাংলা জুড়ে । কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ডি.কে বাসুর হাতে গড়া এই সংগঠন বর্তমানে রাজ্য আইনমহলে যথেষ্ট সমাদৃত । প্রথমে হাইকোর্ট পাড়ায়, তারপর গোলপার্ক এলাকাতে অফিস ছিল।চলতি সপ্তাহে হাজরা রোডে এই সংস্থা নিজস্ব ভবনে অফিস গড়লো।ভবন উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন বিচারপতি তথা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মাননীয় শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য।তাছাড়া মাননীয় অরুনাভ বড়ুয়া ( সংস্থার ভাইস চেয়ারম্যান) – মাননীয় রবীন্দ্রনাথ সামন্ত (রেরার চেয়ারম্যান)দের মত একদা কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে থাকা গুণীজনরা ছিলেন। এই সংস্থার তরফে বিভিন্ন বিষয়ে আইনী সহায়তা দেওয়া হয় আগ্রহীদের কে। উক্ত সংস্থার সম্পাদক বিপ্লব কুমার সরকার জানিয়েছেন – ” আমরা আইনী সহায়তার পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত কাউন্সিলিং এর পি.জি কোর্স করাচ্ছি”। জানা গেছে গত ২৬ এপ্রিল থেকে কোর্স ডিরেক্টর সত্যজিৎ দাশগুপ্তের তত্বাবধানে সপ্তাহে দুদিন ক্লাস চলছে। এখানে সমাজবিদ্যা, আইন প্রভৃতি বিষয়ে বিস্তারিত পড়ানো হয়। এই কোর্সে ভর্তি হওয়া মুখ্য আইন প্রশিক্ষক শ্রী সমরেন্দু চক্রবর্তী (আরক্ষা প্রশিক্ষণ বিদ্যালয়, কলকাতা পুলিশ ) বলেন -” মনরোগ বিশ্লেষণ ও নিরাময়ের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের ভূমিকা অসামান্য, এই প্রতিষ্ঠানে কাউন্সেলিং বিষয়ে বিস্তারিত ও উচ্চমানের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ পাচ্ছি।যা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগবে ও বিচারালয় সংক্রান্ত কাউন্সেলিং ও ভবিষ্যৎ কর্মজীবন কে বিশেষভাবে সমৃদ্ধ করবে বলে মনে করি।”

Leave a Reply