Spread the love

আইওনিক ফ্যাশন একাডেমি র উদ্যোগে পঞ্চম আটিলিয়ার২২-ফ্যাশন ডিজাইনার শো অনুষ্ঠিত হয়ে গেল শনিবার কলকাতায়।

রাজকুমার দাস,

প্রায় পনের জন ডিজাইনার এর ডিজাইন করা পোষাক পরে মডেলরা রাম্পে হাঁটেন।ওয়েস্টার্ন হোক কিংবা বাংলার শাড়ি সবকিছুই ছিল এই শোয়ের মঞ্চে।এক রঙ্গীন রঙে বেশ জমজমাট হয়ে উঠেছিল ফ্যাশন শো টি।আধুনিকতার ছোঁয়া মানুষের জীবন শৈলীকে পরিবর্তন করতে সাহায্য করে আর তাই নিজেদের লাইফ স্টাইল পাল্টাতে ফ্যাশন নিয়ে আজকের যুব সমাজ অনেকটাই এগিয়ে তা বলা যায়।পাশ্চাত্য ডিজাইন কিংবা স্বদেশীয়তার ছাপ সবটাই মানুষের সৌন্দর্য বৃদ্ধি তে রুচিশীল করে তুলতে সাহায্য করে আর সেই লক্ষেই এই ফ্যাশন ডিজাইনার শোর আয়োজন বলে জানান আই এফ এ র ডিরেক্টর আসিফ ইকবাল হাসান।

অপর ফ্যাশন ডিজাইনার প্রীতম পাল জানান মানুষকে বদ্ধ জীবন থেকে রিলাক্স করতে এবং ফ্যাশন নিয়ে সকলকে নিজেদের পছন্দকে আরও এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে এই ধরণের ফ্যাশন শো গুলি। দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের পর মানুষের কাছে ভালো লাগলেই আমাদের কাজ করা স্বার্থক বলে মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *