আইইএম কলকাতায় মহাকাশ গবেষণা পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন
পারিজাত মোল্লা,
ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট(আইইএম)কলকাতা, সম্প্রতি সল্টলেক ক্যাম্পাসে ডঃ সত্যজিৎ চক্রবর্তী স্মৃতি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে।প্রয়াত প্রতিষ্ঠাতা ডঃ সত্যজিৎ চক্রবর্তীর নামে উৎসর্গ এই কেন্দ্রটি মহাকাশ গবেষণা ও শিক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
টেলিস্কোপ ও ইমেজিং প্রযুক্তি সমৃদ্ধ এই গবেষণা কেন্দ্রটি ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষকদের জন্য মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ ও বিশদভাবে অধ্যয়নের সুযোগ করে দেবে। কেন্দ্রটি মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো।
অনুষ্ঠানে আইইএম-ইউইএম গ্রুপের ডিরেক্টর ড. সত্যজিৎ চক্রবর্তী বলেন, “এই পর্যবেক্ষণ কেন্দ্রটি … আইইএম-এর উদ্ভাবন, গবেষণাগত উৎকর্ষতা এবং বৈজ্ঞানিক শিক্ষার প্রতি অঙ্গীকারকে দৃঢ় করে।” অনুষ্ঠানে স্বাগত ভাষণ এবং উদ্বোধনী ভাষণ দেন প্রফেসর বনানী চক্রবর্তী, প্রেসিডেন্ট আইইএম-ইউইএম গ্রুপ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ড. দেবীপ্রসাদ দুয়ারির বক্তব্য ।