হাওড়া (২৯ ডিসেম্বর ‘২৪):- সন্ধ্যায় ‘অ্যাপোথিওসিস’ নামাঙ্কিত দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান উপহার দিল ‘নৃত্যাঙ্গন ড্রিম ড্যান্স আকাডেমি’।
‘নৃত্যাঙ্গন ড্রিম ড্যান্স আকাডেমি’-র নির্দেশিকা জয়শ্রী দাস জানিয়েছেন, “আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের সাড়ে তিন বছর থেকে ৩০ বছর বয়সের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আজকের অনুষ্ঠানে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হওয়ার জন্য কৃতি শিক্ষার্থীদের হাতে শংসাপত্র এবং পদকও তুলে দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক শুভঙ্কর সিংহ বলেছেন, “আশা রাখি অদূর ভবিষ্যতে এই নৃত্য শিক্ষায়তন বর্তমান প্রজন্মের কাছে উল্লেখযোগ্য নৃত্য শিক্ষা কেন্দ্র রূপে পরিচিতি লাভ করবে।”
বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন চন্দন মহাপাত্র, প্রলয়শঙ্কর মুখোপাধ্যায়, অশোক দাস, প্রভাকর সিংহ সহ আরো অনেকে।