Spread the love

অসুখ

পপি সূত্র ধর (বাংলাদেশ)

কতজনের হৃদপিন্ড
কেটে রোজ
শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম,
কে রাখে তারা খোজ??

নির্বোধ লিখে পিঠ
পর্যন্ত ছাপা দিয়ে
সারা শহর হেঁটে,
দেখছি কজন
চতুর আজও বেঁচে!

নিয়মের শিকলে
পা আটকে রাখতে গিয়ে,
হঠাৎ দেখি এ-তো
অন্ধের বাজার।।

সাঁতার কাটতে
হবে নয়তো
উজান হবে উজার,
ভাবতেই দেখি
নদীর তীর ছেড়া
কাঁথায় ঢেকে আছে।

কত যে ঘুমের ঘোরে
স্বপ্ন বস্তুা ভরে রেখেছি ,
জেগে দেখি স্বপ্নসন্ধানী
পুষ্টিহীনতায় আক্রান্ত।

বহুকাল থেকে
দেখছি কত
বেড়াজালে
অবাধ্য যুবকের
নাম আটকে,
দিন শেষে দেখি
মুখশদারী অবাধ্যের
চাষ সরকারি বাগানে।

একমুঠু ভাতে ডালে
যাকে দেখতাম সন্তুষ্ট,
সেও আজ পরিসংখ্যান
গুনতে শিখছে।

আজকাল সামাজিক
প্রথায় বারবার
কানে হাত দিতে হবে,
নয়তো দেখি ক্ষমতা
কায়েমে নির্দোষ
বধে চিলে নিলো
কান বলে বেড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *