গত ২৯ জুন একটি সমাজসেবী সংগঠন কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে কিছু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে কিছু খাতা,ফলমূল এবং বস্ত্র বিতরণ করেছে।তাদের এই কাজটি প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের কাজের একটি অংশ।তাদের এই কাজটিকে সুন্দর থেকে সুন্দরতম করার জন্য সহযোগিতা করেছেন জিয়াৎ কুন্ডু, সামসেরগঞ্জ মুর্শিদাবাদ জেলার শ্রী ঝন্টু হালদার এবং ওনার সহধর্মিণী শ্রীমতি ভৈরবী হালদারের সুযোগ্য কন্যা প্রীতি হালদার ওনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।আমরা আলোর পক্ষ থেকে ওনার উজ্বল ভবিষ্যৎ প্রার্থনা করি।ওনারা যেনো এই ভাবেই সমাজের একজন সামাজিক মানুষ হিসেবে গণ্য হয়ে উঠতে পারেন।

Leave a Reply