অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হল হুগলিতে

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হল হুগলিতে


হুগলি, ১৯ জানুয়ারি:
হুগলির ডানলপ ময়দান-এ “অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা সম্মেলন–২০২৬” অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ২০,০০০-এরও বেশি শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের অধিকাংশই ছিলেন রেলওয়ে মালগোদাম (গুডস শেড) শ্রমিক। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন (BRMGSU) ও ভারতীয় লেবার ইউনিয়ন (BLU)।
সম্মেলনের উদ্বোধন করেন ডঃ পরিমল কান্তি মণ্ডল, সভাপতি, BRMGSU। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা যেমন ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষার অভাব, স্বাস্থ্য পরিষেবার সংকট ও আইনি স্বীকৃতির অভাবের কথা তুলে ধরেন। শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানান তিনি।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শ্রী প্রিয়াঙ্ক কানুনগো, মাননীয় সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক অধিকার মানবাধিকারেরই অবিচ্ছেদ্য অংশ। তিনি জানান, ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে গুডস শেড পরিদর্শন করে মালগোদাম শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাঁদের সমস্যা ও অভিযোগ নথিভুক্ত করেছেন। ১৯ জানুয়ারি তিনি মঞ্চ থেকে শ্রমিকদের সকল ন্যায্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি শ্রী শ্যো প্রসাদ তিওয়ারি, জাতীয় সাধারণ সম্পাদক, TUCC, তাঁর বক্তব্যে শ্রমিক ঐক্য ও সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে সংগঠিত সংগ্রাম ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষিত করা সম্ভব নয়।
শ্রম মন্ত্রকের একাধিক আধিকারিকও সম্মেলনে বক্তব্য রাখেন। শ্রী অনিল জেনা, শ্রম প্রয়োগ আধিকারিক, শ্রম আইন ও তার প্রয়োগ সম্পর্কে শ্রমিকদের অবহিত করেন। ডঃ দ্বিপন্নিতা জেনা, মুখ্য চিকিৎসা আধিকারিক, শ্রমিকদের স্বাস্থ্য, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবার গুরুত্ব তুলে ধরেন। শ্রী শিতাংশু তাই, উপ-কল্যাণ কমিশনার, অসংগঠিত শ্রমিকদের জন্য বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইনি দিক তুলে ধরেন শ্রী সঞ্জয় ঘোষ, কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং শ্রী কবির ঘোষ, সুপ্রিম কোর্টের আইনজীবী। তাঁরা শ্রমিকদের সাংবিধানিক অধিকার ও আইনি সুরক্ষা সম্পর্কে সচেতন করেন।
শ্রী ইন্দু শেখর চক্রবর্তী, সাধারণ সম্পাদক, BRMGSU শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্মেলনের শেষে অসংগঠিত শ্রমিকদের মানবাধিকার, সামাজিক সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *