সংক্ষিপ্তসার:

একটা জড় বস্তু একটা বিষয় হতে পারে বা জীবনের কয়েকটি মুহূর্ত পরজন্মে মুহূর্ত হতে পারে কিংবা গল্প ছাড়াও একটা ছবি সারাজীবনের মহাকাব্য হতে পারে। এইসব ভাবনাকে নিজস্ব ভঙ্গিতে জীবনের সাদাকালোর ক্যানভাসে রঙিন করেছেন যিনি তার নাম ঋত্বিক কুমার ঘটক ।

সময়ের গণ্ডি পার করে সিনেমার আঙ্গিকে জীবনের টানা পড়েন কেমন যেন কবিতার মতন স্বচ্ছ হয়ে ওঠে অন্তরালে থাকা মানুষটার মুন্সিআনায়। নাটকের সঙ্গে যোগাযোগের খাতিরে অনায়াসে নিজেকে বিচ্ছিন্ন করে পুরস্কার-প্রতিপত্তিকে দূরে রাখাটাও যেন তার স্বভাবের দোসর। তাই উপযুক্ত বাবা অথবা স্বামী না হয়ে একজন সিনেমার কারিগর হয়ে সৃষ্টিতেই যেন মগ্ন হয়েছিলেন।

“অলক্ষ্যে ঋত্বিক” সেই মহামানবের অজানা কর্মকাণ্ডের এক পঞ্জি তৈরি করার এক ক্ষুদ্র প্রচেষ্টা যাতে ভারতীয় উপমহাদেশে আবর্তিত নতুন সিনেমা আন্দোলনের পথপ্রদর্শক কে সাধারণ মানুষ আরো একবার স্মরণ করতে পারেন।

Leave a Reply