৮ ই মার্চ শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবস কে স্মরণ করে ভৈরব মিউজিক অ্যাকাডেমি আয়োজিত
” একক অর্পিতা ও শিল্পীবন্ধুরা” সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল শিশির মঞ্চে। ঐ দিন সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সমবেত সঙ্গীত পরিবেশন করেন ভৈরব মিউজিক অ্যাকাডেমির ছাত্রীরা।পরিচালনায় ছিলেন অর্পিতা পাল। বিশিষ্ট সঙ্গীত শিল্পী অংশুমান চট্টোপাধ্যায় কে সন্মান জ্ঞাপন করা হয়। আরো কয়েকজন সংগীত শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দুটি পর্বে একক সংগীত পরিবেশন করেন সংস্থার সম্পাদিকা ও শিক্ষিকা অর্পিতা পাল। প্রথম পর্বে স্বর্ণ যুগের বাংলা গান ও দ্বিতীয় পর্বে আশি ও নব্বই দশকের হিন্দি গান পরিবেশন করেন।শিল্পীর গাওয়া গান গুলি উপস্থিত শ্রোতাদের খুবই উপভোগ্য হয়ে ওঠে।সমগ্ৰ অনুষ্ঠান ভাবনায় ও যন্ত্রনুসংগত পরিচালনায় ছিলেন প্রবাল দাস। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী নন্দিনী লাহা।

Leave a Reply