‘অরুপ রায়ের চক্রান্তে খুন আমার স্বামী’  জানালেন নিহতের স্ত্রী প্রতিমা দত্ত,

মুকুল বিশ্বাস

শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্ত এর নির্দেশিকা টি।এই রায় ঘোষণা পরবর্তী নিহত তপন দত্ত এর স্ত্রী প্রতিমা দত্ত জানিয়েছেন -‘অরূপ রায়ের চক্রান্তেই খুন,আমার স্বামীর খুনের চক্রান্তকারী তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়’। এদিন তপন দত্ত হত্যা মামলায় ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার দিন ফের একবার এই দাবি করলেন তাঁর স্ত্রী প্রতিমা দত্ত।

দীর্ঘ ১২ বছরের আইনি লড়াইয়ের পর নিহত স্বামীকে সুবিচার দিতে পারবেন বলে আশাবাদী প্রতিমা দেবী। এদিন সাংবাদিকদের প্রতিমা দত্ত বলেন,-‘  ‘আমার আস্থা ছিল আমরা জিতব। আমি সেকথা গতকাল ( বৃহস্পতিবার) আইনজীবী  সব্যসাচীকে বলেছি। বলেছি যে, আইনজীবী বিকাশবাবু জিতবেন আমি জানি’।পুজোর মুখে আদালতের রায়কে বিশাল বড় উপহার বলে উল্লেখ করেন তিনি।ফের একবার অরূপ রায়কে কাগঠগড়ায় তুলে তিনি বলেন, ‘প্রথম থেকে আমি বলছি, অরূপ রায়ের চক্রান্তে এই খুন হয়েছে। উনি যে চক্রান্ত করেছেন সেটা প্রমাণ হবে। তিনি সাজা পাবেন’।এব্যাপারে বেশি মন্তব্য করতে না চাইলেও অরূপ রায় তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘উনি ভালো থাকুন। আমার বোনের মতো ভালো থাকুন উনি। এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আইন আইনের পথে চলছে। আগামীদিনে দেখা যাবে কী হয়’।শুক্রবার সিঙ্গল বেঞ্চের নির্দেশিকা কে বহাল রেখেছে  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, -‘রাজনৈতিক নেতারা বিভিন্ন ভাবে আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেন। এই ঘটনার সঠিক তদন্ত হলে কীট পতঙ্গের বাক্স খুলে যেতে পারে’। এই রায়দানের আগে সিবিআইয়ের মন্থর তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রতিমা দত্ত।পরে অবশ্য সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন নিহত তপন দত্ত এর বাড়িতে। 

Leave a Reply